• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

গ্রন্থ পর্যালোচনাঃ “জীবনকথা- ব্যক্তি থেকে পরিবার”


আরিফুল ইসলাম, ব্যাংকার নভেম্বর ২৩, ২০২৪, ০৭:৪২ পিএম
গ্রন্থ পর্যালোচনাঃ “জীবনকথা- ব্যক্তি থেকে পরিবার”

ঢাকা: কোরআন-হাদিসের আলোকে পারিবারিক ও সামাজিক বন্ধনের গুরুত্ব, প্রতিবন্ধকতা এবং সমাধানের উপায় নিয়ে চমৎকার এক লিখনী- “জীবনকথা- ব্যক্তি থেকে পরিবার”। বইটি লিখেছেন, ড. মীর মনজুর মাহমুদ। তিনি একাধারে লেখক, শিক্ষক, গবেষক, প্যারেন্টং কাউন্সিলর ও মিডিয়া ব্যক্তিত্ব।

রাসুলুল্লাহ (সাঃ) এর পরিবার ও পারিবারিক নির্দেশনা, পারিবারিক জীবন, ইসলামে ব্যক্তি গঠন ও বিকাশ, সুনাগরিক গঠনে শিক্ষা, যে স্মৃতি আমায় প্রেরণা যোগায়, ইসলামে নারী ও পুরুষ, মানব জীবনে আখলাক, ইসলামে সহযোগিতা ও সহমর্মিতা, বাংলাদেশের মুসলিম সমাজে দান-অনুদান, মুসলিম সমাজে মসজিদ: পর্যালোচনা ও মানবকল্যাণ ও ইসলাম: একটি পর্যালোচনাসহ মোট ১১টি অনুচ্ছেদে বইটিকে বিভক্ত করেছেন লেখক। প্রতিটি অনুচ্ছেদেই কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে।

পাশাপাশি, তথাকথিত আধুনিক বিশ্বের পরিবার ব্যবস্থার ভয়ংকর দুরবস্থা, বৈবাহিক জীবনের অশান্তি, যুবক-যুবতীদের বিবাহভীতি, পারিবারিক বন্ধন ব্যবস্থা ধ্বংসে এক শ্রেণীর অমানুষদের ষড়যন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে। সাথে সাথে পরিবার তথা সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশনা, রাসুল (সঃ)এর পারিবারিক জীবন, পরিবার টিকিয়ে রাখার গুরুত্ব এবং উপায় সুনিপুণভাবে ফুটে উঠেছে।

বইটির পঞ্চম অনুচ্ছেদে (যে স্মৃতি আমায় প্রেরণা যোগায়) লেখক তার বাবার সাথে কাটানো বেশকিছু অর্থবহ স্মৃতি তুলে ধরেছেন। বাল্যকাল থেকে বেড়ে ওঠা, বাবার শিক্ষা, বড় হওয়া, বাবার বার্ধক্যে উপনীত হওয়া এবং পরপাড়ে পাড়ি জমানোর ঘটনা প্রবাহ পাঠক হৃদয়ে আবেগের সঞ্চার ও পরিবারের গুরুত্ব জাগরুক করাবে।

ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ও খুটিনাটি বিষয় সুবিস্তারিত আলোচনা থাকায় “জীবনকথা- ব্যক্তি থেকে পরিবার” পাঠকের চিন্তা-ভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। পাঠক বইটি পড়ে ব্যক্তি ও পারিবারিক জীবনে ইসলামী অনুশাসন ও শৃঙ্খলার সন্ধান লাভ করবেন বলে আমার বিশ্বাস।

আইএ

Wordbridge School
Link copied!