• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

বইমেলার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৭:৫৮ পিএম
বইমেলার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

ঢাকা: অমর একুশে বইমেলায় সব্যসাচী নামের একটি স্টলে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে সংগঠিত ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ তদন্ত কমিটি গঠনের কথা জানায় বাংলা একাডেমি।

কমিটিতে বাংলা একাডেমির পরিচালক ড. মোহাম্মদ হারুন রশিদকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালিদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রোমেল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি আবুল বাশার ফিরোজ শেখ, শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। কমিটির সদস্য সচিব করা হয়েছে বাংলা একাডেমির প্রেস ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমকে।

তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে এ ঘটনা সংক্রান্ত ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর লিখিত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

১০ ফেব্রুয়ারি বইমেলায় সব্যসাচী নামের একটি স্টলে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। প্রকাশনীর স্টলটিতে একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ উঠে। এ ঘটনার পর মেলার ১২৮ নম্বর স্টলটি বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। 

আইএ

Wordbridge School
Link copied!