• ঢাকা
  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

বইমেলায় প্রকাশিত হলো আল মামুনের উপন্যাস ‘উড়াল পাখি’


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১২:০২ পিএম
বইমেলায় প্রকাশিত হলো আল মামুনের উপন্যাস ‘উড়াল পাখি’

ঢাকা : অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক আল মামুনের উপন্যাস ‘উড়াল পাখি’। বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশনী। প্রচ্ছদ করেছেন বদরুল হায়দার।

‘উড়াল পাখি’ উপন্যাসটি বইমেলায় প্রকাশনীর ৫৯৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। স্টলের পাশাপাশি বইটি রকমারি ডটকমসহ অন্যান্য অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে।

লেখক আল মামুন বলেন, ‘এক নারীর উত্তাল যৌবনে নেমে আসা পাশবিক উল্লাসের শিহরণ জাগানো হিংস্রতা আর অব্যক্ত যাতনা নিয়ে রচিত উপন্যাস ‘উড়াল পাখি’। এ সমাজে আড়ালে-আবডালে এমন ঘটনাগুলোই ঘটে চলেছে প্রতিনিয়ত, যা নীরবে চাপা পড়ে যায়, কেউ তা জানতেও পারে না। উপন্যাসের গল্পটি আমাদের চেনা সমাজেরই।’

তিনি আরও বলেন, ‘সমাজের বাস্তবতা এমন যে নারীর ক্ষেত্রে সবচেয়ে নাজুক, দুর্বল এবং গ্লানির জায়গা হচ্ছে তার যৌনতা। অতএব, নারীকে সবচেয়ে নির্মমভাবে আঘাত করার উপায় হচ্ছে যৌন নিপীড়ন। কীভাবে একজন নারী সমাজে প্রতি পদে পদে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের দ্বারা যৌন নিপীড়নের শিকার হন; কীভাবে নারীর সরলতার সুযোগ নিয়ে মানুষরূপী পশুরা নারীদের ভোগ্যপণ্য বানায় সে চিত্রই উঠে এসেছে এ উপন্যাসে।’

এমটিআই

Wordbridge School
Link copied!