ইউপি চেয়ারম্যানের ঘরে মিলল সাড়ে ১৭ টন সরকারি চাল

  • পটুয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০১:১৯ পিএম
ইউপি চেয়ারম্যানের ঘরে মিলল সাড়ে ১৭ টন সরকারি চাল

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গা‌রিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজার ঘরে মজুত করে রাখা সাড়ে ১৭ টন ভি‌জিএ‌ফের সরকারি চাল পেয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৯ জুন) মাঝরাতে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের নেতৃত্বে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চেয়ারম্যানের বাড়িতে ভি‌জিএ‌ফের ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল পেয়েছি। সরকারি চাল কেন তার বাড়িতে এনে রাখা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইউএনও আরও বলেন, সরকারি চাল খাদ্য গুদামে মজুত থাকার কথা। সেখান থেকে বের করে বিতরণের জন্য সাময়িক সংরক্ষণ করতে হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখতে পারেন। এর বাইরে কোনো ব্যক্তির বাড়িতে মজুত করার সুযোগ নেই। আপত দৃষ্টিতে তিনি অপরাধ করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

এ বিষয়ে মন্তব্য জানতে বাড়িতে চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা শুক্কুরকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এমএস

Link copied!