নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড

  • নেত্রকোণা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৮:৫৫ পিএম
নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড

ঢাকা: নেত্রকোণায় স্থাপিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) ক্যাম্পাসে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। পরে সাধারণ শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে নেত্রকোণা জেলা শহরের রাজুরবাজারস্থ শেহাবি ক্যাম্পাস থেকে মিছিল বের করে সারা শহর প্রদক্ষিণ করে মোক্তারপাড়া মাঠে গিয়ে শেষ হয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দিয়ে কোটা প্রথা বাতিলের দাবি জানান।

এ ব্যাপারে শেহাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইজা একা জানান, আমরা সাধারণ শিক্ষার্থীদের সরকারের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছি। রাত পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু সকালে তারা তাদের কর্মসূচি পালন করে। 

শেহাবি ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান জানান, সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি জানাতে আন্দোলন করছে। আমরা তাদের কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি কিংবা বাঁধা দিইনি। অন্যদিকে আন্দোলনের ডাক দেওয়া সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের এ আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।

এআর

Link copied!