নিহতের ৫৪ দিন পর ফল বিক্রেতার মরদেহ উত্তোলন

  • রংপুর ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০১:২৪ পিএম
নিহতের ৫৪ দিন পর ফল বিক্রেতার মরদেহ উত্তোলন

ফাইল ছবি

রংপুর: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফল বিক্রেতা মেরাজুল ইসলাম (৩৫) এর মরদেহ উত্তোলন করা হয়েছে। 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের নির্দেশে নগরীর নিউ জুম্মাপাড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম, মামলার তদন্ত কর্মকর্তা, সেনাবাহিনী ও মেট্রোপলিটন পুলিশ সদস্যসহ নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। 

মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলার তদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

নিহত মেরাজুল ইসলাম রংপুরের জুম্মাপাড়া এলাকার শামসুল হক এর ছেলে। তিনি নগরীর সিটি বাজার এলাকায় ফল বিক্রি করতেন। গত ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এসআই

Link copied!