সিলেটে ৫৫ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৭:৪৯ পিএম
সিলেটে ৫৫ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

সিলেট: সিলেটে ৫৫ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে এগুলো আটক করা হয়। 

বিজিবি জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ পিস ভারতীয় থ্রি- পিস, ২১ টি লেহেঙ্গা, ৬ হাজার ৫০০ কেজি চিনি, ৬টি গরু, ১৯২ বক্স চকলেট, ১ লাখ পিস সিগারেট ফিল্টার,- ৮২৭ বোতল ভারতীয় মদ, ২ বোতল বিয়ার এবং ১ হাজার কেজি বাংলাদেশী রসুন, ১৯২ কেজি কাঁচা মরিচ, অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৬ টি নৌকা এবং ইঞ্জিন চালিত ১টি ট্রলি সহ অন্যান্য মালামাল আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ লাখ ৮৯ হাজার ২৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএ

Link copied!