বরগুনায় জাতীয় যুব দিবস উদযাপিত 

  • বরগুনা প্রতিনিধি :  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৫:৩২ পিএম
বরগুনায় জাতীয় যুব দিবস উদযাপিত 

বরগুনা: ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দিবসটির আয়োজন করে।

জাতীয় যুব দিবস উপলক্ষে বিশেষ আয়োজন ছিল ২০২৪ সালকে স্মরণ করে চব্বিশটি বৃ্ক্ষ রোপণ কর্মসূচি। এছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, শপথ গ্রহণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উল্লেখযোগ্য। 

সকাল ৯টায় বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাত্র-যুব-শ্রমিক-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকার পতন ও আন্দোলনে শহীদের স্মরণ রাখতে জেলা প্রশাসন চত্বরে ২৪টি বৃক্ষরোপণ কর্মসূচি ও ১৫দিন ব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরবর্তীতে বরগুনা জেলা প্রশাসনের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়। 

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সভায় এবং শপথ বাক্য পাঠ করান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা, যুব উন্নয়ন উপ পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন। আলোচনায় সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, সফল উদ্যোক্তা, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুবতী  প্রতিনিধি, এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুবতীদের মধ্যে সনদ ও চেক হস্তান্তর করা হয় এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

আইএ

Link copied!