বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ‘শুটার’ আনসার গ্রেপ্তার

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৭:০০ পিএম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ‘শুটার’ আনসার গ্রেপ্তার

সিলেট: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ‘শুটার’ আনসার ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯।  বুধবার (৬ নভেম্বর) ভোরে সিলেটের ওসমানী নগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরের মেজরটিলার সৈয়দপুরের উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল (৩০) ও একই এলাকার ইসলামপুর কলোনীর আলমগীর হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)। ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ আনসার এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯। সে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্য হেলমেট পরে অস্ত্র নিয়ে গুলি করেছে।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ বুধবার ভোর সাড়ে ৪টায় সিলেট জেলার ওসমানীনগর থানার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুরের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে।  এসময় আন্দোলনের পর থেকে পলাতক থাকা দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। 

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদের এসএমপি সিলেট শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। 

এসএস

Link copied!