ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক আটক

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৭:২৭ পিএম
ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক আটক

সিলেট: ভারতের কাশ্মীরে গমন করার জন্য ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  বুধবার (৬ নভেম্বর) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. নুরুল গণি (২২) সুনামগঞ্জ সদরের মো. সাদেক মিয়ার ছেলে।

বিজিবি জানায়, বুধবার ভোরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৫-এস এর কাছ থেকে বাংলাদেশি নাগরিক মো. নুরুল গণি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারত অনুপ্রবেশের সময় বিজিবি টহলদল তাকে আটক করে। বিজিবির জিজ্ঞাসাবাদে সে জানায়, গার্মেন্টসে কাজ করার উদ্দেশ্যে মানব পাচারকারীর সহায়তায় ভারতের কাশ্মীরে গমন করার জন্য সীমান্তবর্তী এলাকায় আসে সে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, বিজিবি তাকে থানায় নিয়ে এসেছে। এই বিষয়ে এজাহার দায়ের করা হয়েছে।

এসএস

Link copied!