শেরপুর: শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকার সুলতান মিয়ার মেয়ে সুবিনা আক্তার (২০) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।
আহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আদনান ছাবিত (৩) ও মেয়ে তোবা আক্তার (১৬), তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০)।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহে নেওয়ার পর সুবিনা বেগম ও অটোরিকশাচালকের মৃত্যু হয়।
নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আহত সবাইকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর তথ্য আছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ওই ঘটনায় ফুলপুরে আলাল উদ্দিন নামে একজন মারা গেছে।
এসএস
আপনার মতামত লিখুন :