চার বছর আগে বন্ধ হওয়া কারখানার শ্রমিকদের সড়কে অবস্থান, যান চলাচলে বিঘ্ন

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০১:৩৯ পিএম
চার বছর আগে বন্ধ হওয়া কারখানার শ্রমিকদের সড়কে অবস্থান, যান চলাচলে বিঘ্ন

ঢাকা: চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের পুরাতন জোনের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড অংশ দিয়ে যানচলাচল বন্ধ থাকায় বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াত করছে যানবাহনগুলো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের পুরাতন জোনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শ্রমিকেরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় চার বছর আগে কোভিড-১৯ এর দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।  কারখানাটিতে কাজ করতেন ৭ হাজারের বেশি শ্রমিক। তবে এখন পর্যন্ত তাদের সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ড ফান্ডসহ অন্যান্য পাওনাদি পরিশোধ করা হয় নি।  কয়েকদফা সময় নিয়েও বেপজা কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধ করে নি। সে সময়ের পাওনা তিন মাসের বকেয়া বেতন, আন লিভ সার্ভিস বেনিফিট এর দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। 

শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে । এছাড়া, অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় আছে বলেও জানিয়েছেন তিনি।

এই/এসএস

Link copied!