শ্রমিক আন্দোলনের মুখে ডিইপিজেডের ৪৩ কারখানা বন্ধ

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০১:০৬ পিএম
শ্রমিক আন্দোলনের মুখে ডিইপিজেডের ৪৩ কারখানা বন্ধ

ঢাকা: আশুলিয়ায় বকেয়া পাওনা পরিশোধের দাবীতে টানা ২য় দিনের মত বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। 

বুধবার (২৭ নভেম্বর) ভোর ৫টার পুরাতন ইপিজেডের মেইন গেট নিয়ন্ত্রণ নিয়ে তাতে তালা লাগিয়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। এতে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের ভিতরে কোন শ্রমিক ও কর্মকর্তা প্রবেশ করতে না পারায় বন্ধ রয়েছে ৪৩টি কারখানা।

এর আগে মঙ্গলবার সকাল থেকে নবীনগর- চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছে আন্দোলনরত শ্রমিকরা। সারারাত তারা রাস্তায় শুয়ে-বসে কাটিয়ে দেওয়ায় কোন প্রকার যানবাহন চলাচল করতে পারেনি।  এতে টানা ২৮ ঘণ্টা অবরোধে আটকে থাকা যানবাহন নিয়ে বিপাকে পড়েছেন চালকরা। 

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কে সৃষ্টি যানজট ক্রমেই দীর্ঘায়ীত হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছে অফিসগামী মানুষ। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে অফিসগামীসহ সাধারণত মানুষের।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানা বিক্রি করে দেয়ার পরও আমাদের পাওনাদি দিচ্ছে না। এই মাসের ৩০ তারিখে সকল পাওনাদি দেয়ার কথা থাকলেও এখন তালবাহানা করছে বেপজা কর্তৃপক্ষ। আমরা আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চালিয়ে যাবো।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে দুই দিন যাবৎ বিক্ষোভ করছে। আমরা এবং বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে পুরাতন জোনের ভিতরে কোন শ্রমিক ও কর্মকর্তা প্রবেশ করতে না পারায় বন্ধ রয়েছে ৪৩টি কারখানা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে।

এসএস

Link copied!