সাভারে এসিল্যান্ডের অপসারণসহ গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৯:৫২ পিএম
সাভারে এসিল্যান্ডের অপসারণসহ গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ঢাকা: বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ তুলে সাভারের এসিল্যান্ড রাসেল নুরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

রাতে উপজেলা চত্বরে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে, শিক্ষার্থীরা সন্ধায় প্রথমে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন, পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে গিয়ে মূল ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে ছাত্রদের গুলির নির্দেশ দেন এই কর্মকর্তা। এছাড়াও নিরপেক্ষ ভূমিকা না নিয়ে স্বৈরাচার সরকারের পক্ষে ন্যাক্কারজনক অবস্থান নেন তিনি। 

এদিকে, বিক্ষোভের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ জানান, সাভারের এসিল্যান্ডের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি তিনি শুনে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তাকে শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন এবং শিক্ষার্থীদের কোন অভিযোগ থাকলে তা তিনি শুনবেন এবং প্রয়োজন হলে উর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন বলে জানান।

এসএস/আইএ

Link copied!