ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরির আঘাতে সাকিব সিকদার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চোর রুহুল আমীনকে আটকের পর থানায় সোপর্দ করছে স্থানীয়রা।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার হবিরবাড়ীর পাড়াগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সাকিব সিকদার পাড়াগাঁও গৌরিপুর এলাকার হাইজু সিকদারের ছেলে।
নিহতের পরিবারের দাবী, রাতে অটোরিকশা চুরি করে পালানোর পথে সাকিব বাঁধা দেয়। এ-সময় রুহুলের হাতে থাকা ছুরি দিয়ে সাকিবকে আঘাত করলে সাকিব ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার তদন্ত-ওসি হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এসএস
আপনার মতামত লিখুন :