পাবনা: পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে শিপন (২২) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। । এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন বাসযাত্রী।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক শিপন সদর উপজেলার রাজাপুর এলাকার ওয়াজ আলির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হানিফ পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সাথে বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক শিপন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের আরও আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় দিতে পারেনি পুলিশ।
মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সদর থানা পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।’
এসএস
আপনার মতামত লিখুন :