ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান, মোটরসাইকেলসহ ফেনসিডিল জব্দ

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০১:০৩ পিএম
ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান, মোটরসাইকেলসহ ফেনসিডিল জব্দ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৫১ বোতল ফেনসিডিল জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের রাজু আহম্মেদের বাড়ি থেকে এই মাদক জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে ফুলবাড়ী থানার একটি বিশেষ দল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের রাজু আহম্মেদের বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় তার বসতবাড়ির ভেতরে দুইটি মোটরসাইকেলে অ‌ভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। রাজু আহম্মেদ নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজু আহম্মেদের বাড়িতে তল্লাশি চালানো হয়। বিশেষ কায়দায় মোটরসাইকেলের ভেতরে লুকানো অবস্থায় ফেনসিডিল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু আহম্মেদ তার দুই সহযোগীসহ পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এসএস

Link copied!