খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৩

  • খাগড়াছড়ি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:০২ পিএম
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৩

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের আলুটিলা এলাকায় পর্যটকবাহী বাস উল্টে নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে আলুটিলা পুনর্বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বাসে থাকা যাত্রীরা জানান, ঢাকার একটি ট্যুরিস্ট অপারেটিং গ্রুপের মাধ্যমে সাজেক বেড়াতে যাচ্ছিলেন সবাই। আলুটিলা এলাকায় পাহাড় থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, হতাহতদের মধ্যে মাথা, হাত ও পায়ে আঘাতপ্রাপ্ত রয়েছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত। স্বজনদের অনুরোধে চিকিৎসাধীন সবাইকে রিলিজ দেয়া হয়েছে।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ সড়কে যান চলাচল বন্ধ ছিল। বাস সরিয়ে নেয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এসএস

Link copied!