ভারতের নিকৃষ্ট পণ্য হলো আ.লীগ : গয়েশ্বর চন্দ্র রায়

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:১৩ পিএম
ভারতের নিকৃষ্ট পণ্য হলো আ.লীগ : গয়েশ্বর চন্দ্র রায়

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: নতুন রাজনৈতিক দল জন্ম নিবে, দল বড় হবে, নির্বাচন করার জন্য কমিশন থেকে নিবন্ধন পাবে ততক্ষন পর্যন্ত অপেক্ষা করলে এ সরকার নিরপেক্ষ হতে পারবে না বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে হালুয়াঘাট বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য নির্বাচন না। আরো সংস্কার হবে নির্বাচনের পরে। জনগন অধির আগ্রহ নিয়ে বসে আছে ভোট দেওয়ার জন্য। সরকারের উচিত দ্রুত একটি গ্রহনযোগ্য নির্বাচন দেওয়া। তারেক রহমান জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করে গেছেন। ৩১ দফার মাধম্য রাষ্ট্র কাঠামো সুসংগঠিত করা হবে। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, শেখ হাসিনা ৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বারের মত হত্যা করেছে। ৭৫ এর পর ২৪শের ১৫ আগস্টে মুজিবুর রহমানের জন্য দোয়া করার মত আওয়ামী লীগের নেতাকর্মীদের খুজে পাওয়া যায়নি। দেশে এত স্বৈরাচার কায়েম করেছে দেশ ছেড়ে পালাতে হয়েছে তাদেরকে।

আওয়ামী লীগকে ভারতের নিকৃষ্ট পণ্য উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত থেকে সব পণ্য আসতে পারবে। কিন্তু আওয়ামীলীগ আসতে পারবে না। ভারত সরকার গঠন করে এটা নিয়ে বাংলাদেশের মাথা ব্যথা নাই। বাংলাদেশের সরকার নিয়ে ভারতের মাথা না ঘামালেও চলবে। 

অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, জেলা উত্তর বিএনপির সদস্য সালমান ওমর রুবেল সহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসআই

Link copied!