নীলফামারীতে কম্বল নিয়ে রাতের আঁধারে ছিন্নমূল মানুষের পাশে ডিসি

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ১০:৫১ এএম
নীলফামারীতে কম্বল নিয়ে রাতের আঁধারে ছিন্নমূল মানুষের পাশে ডিসি

ছবি : প্রতিনিধি

নীলফামারী: রাতে আধারে শীতার্তদের কষ্ট নিবারণে কম্বল নিয়ে নীলফামারীর খেটে-খাওয়া, অসহায়, ছিন্নমূল ও প্রতিবন্ধী ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। 

শনিবার (২১ ডিসেম্বর) মধ্য রাতে নীলফামারী সদর উপজেলার হাড়োয়া দারুল উলুম প্রতিবন্ধী মাদ্রাসার প্রতিবন্ধী শিক্ষার্থীদের, কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের ও সৈয়দপুর রেলষ্টেশনসহ বিভিন্ন এলাকায় দুইশত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতে শীতবস্ত্র পেয়ে খুশি এসব অসহায় মানুষজন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র রায়, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, মো নুর-ই-আলম সিদ্দিকী ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক।

স্টেশনের প্লাটফর্মে শুয়ে থাকা আলী হোসেন নামে এক ব্যক্তি বলেন, শীতে রাতে ঘুমাতে অনেক কষ্ট হতো। অনেক সময় শীতের কারণে ঘুম ভেঙে যায়। কিন্তু আজকে স্যার আমাকে একটা শীতবস্ত্র দিয়েছেন। এখন একটু হলোও শান্তিতে ঘুমাতে পারব।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘উত্তরের জেলা নীলফামারীতে দিন যত যাচ্ছে শীতের প্রকোপ বাড়ছে। তাই খেটে-খাওয়া, প্রতিবন্ধী,অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।

এসআই

Link copied!