চারঘাট সীমান্তে বিএসএফের দফায় দফায় গুলি, এলাকায় আতঙ্ক

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৬:৩৯ পিএম
চারঘাট সীমান্তে বিএসএফের দফায় দফায় গুলি, এলাকায় আতঙ্ক

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত এলাকায় বিএসএফের অতর্কিত গুলিবর্ষণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত শনিবার রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত ২০-২৫ রাউন্ড গুলির শব্দে স্থানীয়দের ঘুম ভাঙে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারঘাটের ইউসুফপুর বিওপির সীমান্ত পিলার ৭২/২-এর পাশে করারনাশ চর ও হবির বাতান চরের কাছাকাছি জায়গায় বিএসএফ গুলি চালায়। প্রথম দফায় রাত ২টা ৩৮ মিনিটে ১২-১৪ রাউন্ড, পরে ২টা ৪৫ মিনিটে আবারও ৬-৮ রাউন্ড ও সর্বশেষ ২টা ৫০ মিনিটে ৩-৪ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে কাদের উদ্দেশ্য গুলি চালানো হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেননি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

 

বিজিবির বক্তব্য, রোববার সকালে বিজিবি ও বিএসএফের যৌথ টহল ছিল।  এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মাঝরাতে গুলিবর্ষণের বিষয়ে জানতে চাওয়া হয়। তবে বিএসএফ গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে।

স্থানীয়রা বলছেন, ইউসুফপুর-সংলগ্ন পদ্মা নদীর হবির বাতান চরের একটা অংশে বাংলাদেশি কৃষক গম, মসুর, সরিষাসহ নানা ফসলের আবাদ করেছেন। আগে বিএসএফ ক্যাম্প অনেকটা দূরে থাকলেও গত ১৫-২০ দিনের মধ্যে তা সরিয়ে একেবারে সীমান্তের জিরো পয়েন্টে এনে স্থাপন করেছে। এতে কৃষকরা চরে চাষাবাদ নিয়েও বিপাকে পড়েছেন। ভয়ে অনেক কৃষক চরেও যেতে পারছেন না। গত ২ অক্টোবর বিএসএফের টহল দল তোফাজ্জল ও মানিক নামে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এরই মধ্যে ভোররাতে ব্যাপক গুলির শব্দে তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, আমরা সীমান্তের কাছাকাছি না যেতে সবাইকে সতর্ক করছি।

এসএস

Link copied!