ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, পরিকল্পনা ছিল নাশকতার

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৬:৫৫ পিএম
ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, পরিকল্পনা ছিল নাশকতার

ময়মনসিংহ: ময়মনসিংহের একটি সরকারী প্রতিষ্ঠান থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোতোয়ালী মডেল থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব অস্ত্র ও মাদক সেখানে সংরক্ষণ করেছিল। তারা মাদক সেবন করে এই অস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গায় আরও অনেক অস্ত্র রয়েছে জানিয়ে সেগুলো উদ্ধারে সকলের সহযোগিতা চান তিনি।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে মৎস্য বীজ উৎপাদন খামারের মাস্টাররোলের কর্মচারী নৈশপ্রহরী হৃদয় মিয়ার শয়নকক্ষ থেকে দুইটি বিদেশী পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় নৈশপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া না গেলেও তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে।

এসএস

Link copied!