সিলেট: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিলের সোনাটিলা সীমান্ত এলাকা থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, গত রোববার রাতে ধরে নিয়ে যাওয়ার পর সোমবার (২৩ ডিসেম্বর) ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বিএসএফ।
এখন পর্যন্ত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘ধরে নেওয়ার বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।’
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার ১৫/১৬ বছর বয়সী ১৩ থেকে ১৪ জন কিশোরের একটি দল ভারতে অনুপ্রবেশ করে। তবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ওই দলের একজন সীমান্ত এলাকায় বেঞ্চে রাখা এক বিএসএফ সদস্যের মোবাইল ফোন চুরি করার সময় ধরা পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা ভারতে অনুপ্রবেশকারী ওই দলের সবাইকে আটক করে।’
ঘটনার সবকিছুই বিভিন্ন সূত্র থেকে শোনা বলে জানান এই কর্মকর্তা। তিনি আরও জানান, ভারতে আটককৃত বাংলাদেশিদের নাম ও ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া তারা কেন ভারতে অনুপ্রবেশ করেছিল সে সম্পর্কেও কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এসএস
আপনার মতামত লিখুন :