গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিনটি বাসা বাড়ির বাড়ির ৫৭ কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ সময়ে আগুনে পুড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। জানা যায়, কোনাবাড়ী এলাকায় আমবাগ রোডের পাশে মেরাজ হোসেন, শহীদ কাজী ও খুশি বেগমের টিনশেডের তিনটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে আগুনের ভয়াবহতা বাড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, টিনশেডের ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে খবর পেয়ে চৌরাস্তা ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন পুড়া ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।
এসআই
আপনার মতামত লিখুন :