দিনাজপুর: খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
হিলি সিএন্ডএফ এজেন্টে এসসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান জানান, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
এসআই
আপনার মতামত লিখুন :