১৭ বছর পর ভান্ডারিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৮:২৭ পিএম
১৭ বছর পর ভান্ডারিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন

পিরেজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন বিশাল গণজমায়েতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে জামায়াতে ইসলামী ভান্ডারিয়া পৌর শাখার আয়োজনে ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মাঠে সহযোগী সদস্য ও কর্মীদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভান্ডারিয়া পৌর জামায়াত ইসলামীর পৌর আমীর মাওলানা মো: আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল আঞ্চলিক টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরে জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারী মোঃ সিদ্দিকুল ইসলাম, পিরোজপুর জেলা জামায়াতের সাবেক মজলিসে শূরা সদস্য মাওলানা হারুন অর রশিদ।

আরও বক্তব্য দেন মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শরীফ আব্দুল জলিল, ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমির হোসেন খান, সেক্রেটারী মাওলানা মোফাজ্জেল হোসাইন, ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম খান, রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারী তমিজ উদ্দিন কাজল মিয়া প্রমুখ। 

এ সম্মেলনে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভার শতশত নারী পুরুষ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়। 

এসএস

Link copied!