ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে প্রাইভেটকার চাপায় ফাতেমা আক্তার নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে গফরগাঁও- ভালুকা সড়কের ধোপাঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ফাতেমা ধোপাঘাট গ্রামের সৌদি আরব প্রবাসী সফিকুল ইসলামের মেয়ে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে শিশু ফাতেমা আক্তার সবার অজান্তে রাস্তায় চলে যায়। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা ফাতেমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এসএস
আপনার মতামত লিখুন :