বিদেশে বসে বেতন নেন ভাগনে, কলেজ অধ্যক্ষ মামা বরখাস্ত

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৭:১২ পিএম
বিদেশে বসে বেতন নেন ভাগনে, কলেজ অধ্যক্ষ মামা বরখাস্ত

কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করেছেন এডহক কমিটি। 

সোমবার (৩০ ডিসেম্বর) এডহক কমিটির সভাপতি এডভোকেট মো. শাহ্জাহান এর স্বাক্ষরিত এক চিঠিতে সাময়িক বরখাস্ত করা হয়। 

বরখাস্তের চিঠি থেকে জানা গেছে, অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভাগনে মো. জাকের হোসেন ২০২২ সালের দিকে কলেজের ল্যাব এসিস্টেন্ট পদে যোগদান করেন। 

পরে তিনি গত ২০২৩ সালের জুলাই মাসের ২৩ তারিখ মামা অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ম্যানেজ করে ইউরোপের দেশ ইতালি চলে যায়। সেখানে অবস্থা করে কলেজে থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করতেন জাকের হোসেন। সেই সঙ্গে এ অধ্যক্ষ দীর্ঘদিন ধরে কলেজে নানা অনিয়ম দুর্নীতি করে আসছেন। যাহা কলেজের এডহক কমিটির নজরে আসে। 

এ নিয়ে সোমবার এডহক কমিটির সকল সদস্যদের সিদ্ধান্ত ক্রমে অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ভূইয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। 

এ বিষয়ে কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহ্জাহান বলেন, অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সহযোগিতায় ল্যাব এসিস্টেন্ট জাকের হোসেন প্রবাসে থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করতেন। যার কোনো রেজুলেশন বা কোন ডকুমেন্ট দেখাতে পারেননি অধ্যক্ষ। শুধু তাই নয় কলেজের টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই নিয়ে অধ্যক্ষ কে বেশ কয়েকটি নোটিশ করা হয়। কিন্তু সে সঠিক কোন উত্তর দিতে না পারায় কলেজের এডহক কমিটির সকল সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। 

এমটিআই

Link copied!