নলছিটি ও রাজাপুরে ১০ ইট ভাটায় ১৪ লাখ টাকা জরিমানা

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৭:২২ পিএম
নলছিটি ও রাজাপুরে ১০ ইট ভাটায় ১৪ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি: জেলার নলছিটি উপজেলায় ৯টি ও রাজাপুর উপজেলায় ১টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

রোববার (২৯ ডিসেম্বর) ও সোমবার (৩০ ডিসেম্বর) এই দু’দিনে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার ও ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।

পরিবেশ অধিদফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুলকাঠি ইউনিয়নের প্রতাপ ও সরই এলাকায় ‘মেসার্স রিয়াজ ব্রিকসের’ দু’টি ইটভাটার কিলন ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া ভৈরবপাশা ইউনিয়নের আমিরাবাদ এলাকার ‘এম বি এল ব্রিকসকে’ ১ লাখ, সারদল এলাকার ‘এস আর বি ব্রিকসকে’ ২ লাখ, ‘এম এম আর ব্রিকসকে’ ২ লাখ, উত্তর গৌরিপাশা এলাকার ‘রিয়াজ ব্রিকসকে’ ১ লাখ, সরমহল এলাকার সরদার ব্রিকসকে ২ লাখ, ফয়রা এলাকায় মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৫ লাখ, গোদন্ডা এলাকায় মেসার্স শুকতারা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা এবং রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার মেসার্স সেভেন স্টার ব্রিকসটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, তার বিভাগের অধীন বিভিন্ন জেলায় যেসব অবৈধ ইটভাটা রয়েছে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। 

এআর

Link copied!