পূর্বধলায় ৫১ দিনব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৮:৫৪ পিএম
পূর্বধলায় ৫১ দিনব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন

নেত্রকোনা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৫১ দিনব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। 

সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।

আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান অফিসার জাহিদ আলম, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিন্টু দে, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ মো: আজিজ, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ মিয়া, উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, দেওটোকোন আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, যুব ফোরামের সভাপতি মো: উজ্জ্বল মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক হুমায়ুন তাজওয়ার পল্লব প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আজ থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত ৫১ দিনব্যাপী উপজেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুণিজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
  
এআর

Link copied!