পাবনা: পাবনায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে শহরের বাইপাস এলাকায় ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া মহল্লার মুদি ব্যবসায়ী মো: মিলন হোসেনের একমাত্র ছেলে। সে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আগামী এপ্রিল মাসের ১০ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল তাঁর।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মেরিল বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল ইয়াসিন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তার উপর পড়েছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, সে আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। এবার ফরম ফিলাপ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আগামী এপ্রিল মাসের ১০ তারিখ হতে পরীক্ষায় বসার কথা ছিলো তাঁর।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাডাই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
এসআই
আপনার মতামত লিখুন :