বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিক পালিত 

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৪:২০ পিএম
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিক পালিত 

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনায় উৎসাহ উদ্দীপনা এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বরগুনা জেলার ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অংশ নেয় সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সংগঠনটির নেতা কর্মীরা।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর বেলা ১২ টায় দলীয় কার্যলয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে রুপ নেয়।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীবের সভাপতিত্বে বক্তব্য আশির দশকের জেলা ছাত্রদলের সভাপতি অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড.রেজবুল কবির, কে এম শফিকুজ্জামান মাহফুজ, সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম নাসির, রাকিবুল ইসলাম রাকিব, আমিনুল ইসলাম নাবিল, গোলাম রাসেল খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল আরিফ, প্রচার সম্পাদক সালেহ আরাফাত, সহ-সম্পাদক রেশাদ জামান বাপ্পি, তথ্য ও গবেষণা সম্পাদক মো: রাইসুল আমিন হৃদয় ও পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন নাদিম। 

অনুষ্ঠান পরিচালনা করেন সহ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ রাজন। বক্তারা সংগঠনের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে।

এসআই

Link copied!