১৫ কারখানায় ছুটি

গাজীপুরে বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৩:৪৭ পিএম
গাজীপুরে বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: গাজীপুর মহানগরীর আওতাধীন জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন।

রোববার (৫ জানুয়ারি) সকালে আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে কারখানা গেটে বিক্ষোভ করেন। পরে এক পর্যায়ে তারা চন্দ্রা-কালিয়াকৈর নবীনগর মহাসড়কে নেমে আসেন।

এ দিকে আন্দোলনরত কারখানা শ্রমিক ও স্থানীয়রা জানান, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধির প্রস্তাবনায় রয়েছে যাদের চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হয়নি, তাদের বেতন বাড়ানো হবে না। কিন্তু ওই কারখানার শ্রমিকেরা দাবি জানান, অন্যদের বেতন বাড়ানো হলে তাদেরও বাড়াতে হবে। এ দাবি মানতে কর্তৃপক্ষ নারাজ হলে পরে তারা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা আশেপাশের কারখানার গেটে গিয়ে তাদের দাবির সঙ্গে সহমত আদায়ে বিক্ষোভ করেন। এ সময়ে ওই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে এ পরিস্থিতি দেখে আশপাশের অন্তত ১৫ টি কারখানার কর্তৃপক্ষ তাদের কারখানা আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করেছেন।

এ বিষয়ে আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক খাইরুল ইসলাম বলেন, আগে যারা চাকরি নিয়েছেন, তারাও শ্রমিক, আমরা নতুন যাদের ৭-৮ মাস হয়ে গেছে, তারাও তো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করতে হলে আমাদেরও বেতন বৃদ্ধি করতে হবে।’

পোশাকশ্রমিক আকবর আলী বলেন, নতুন শ্রমিক যাদের এক বছর পূর্ণ হয়নি, তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধি করা না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের কারণে আশপাশের কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

এসএস

Link copied!