চকরিয়ায় কৃষককে পিষে মারলো বন্যহাতি

  • কক্সবাজার প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০১:২২ পিএম
চকরিয়ায় কৃষককে পিষে মারলো বন্যহাতি

ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ফরিদুল আলম (২৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। 

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদুল দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউক্ষেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। গতকাল রাত্রে একটি দলছুট বন্যহাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিয়ে নষ্ট করছে ক্ষেত-খামার। নিজের লাউক্ষেত পাহারা দেওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন ফরিদুল। এসময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি।

হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয়রা ফরিদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, মাঝরাতে ক্ষেত পাহারা দেওয়ার সময় হঠাৎ বন্যহাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন ফরিদ। তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। হাতিটি তাকে পায়ে পিষে হত্যা করে। নিয়মানুসারে বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

এসআই

Link copied!