পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অভিযান চালিয়ে সাড়ে ৫৪ লাখ টাকার কোকেন ও হেরোইন জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ভজনপুরে বাংলাবান্ধা-পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসের বাংকার থেকে প্রায় এক কেজি ৬১ গ্রাম কোকেন ও ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ৪২৮/এমপি হতে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভজনপুর এলাকায় ১৮ বিজিবির উপ-অধিনায়ক রিয়াদ মোর্শেদের নেতৃত্বে নিয়মিত চেকপোস্টে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় বাংলাবান্ধা-পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় বাসের বাঙ্কারে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ১ কেজি ৬১ গ্রাম কোকেন ও ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৪ লাখ ৫৫ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, মাদকদ্রব্যগুলো উদ্ধারের পর প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত কোকেন ও হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
এসএস
আপনার মতামত লিখুন :