রংপুর: রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ক একটি মতবিনিময় সভার প্রেজেন্টেশনে মুজিব শতবর্ষের লোগো ব্যবহার করায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরে সভা স্থগিত হয়।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে মতবিনিময় সভার শুরুতে নেসকো রংপুর কর্তৃপক্ষ প্রেজেন্টেশন শুরু করলে এলইডি স্ক্রিনে মুজিব শতবর্ষের লোগো দেখা যায়। এরপরে উপস্থিত সকলে এর বিরোধীতা করে।
মতবিনিময় সভায় রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয়, জাতীয় নাগরিক কমিটির রংপুরের সংগঠক আলমগীর নয়ন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ প্রমূখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘নেসকোর যে দুর্নীতি বিগত বছরগুলোতে হয়েছে এবং যে কর্মকর্তারা এখন পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে তারাই এরকম পরিস্থিতির সৃষ্টি করেছে। এদের প্রত্যেকের যেন শাস্তি নিশ্চিত হয় এজন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে উপরমহলে জানাবো। যেহেতু প্রিপেইড মিটার স্থাপনে রংপুরের সাধারণ জনগণের ভোগান্তি হবে তাই নেসকোর এই প্রিপেইড মিটার স্থাপন করতে দেয়া হবে না।’
জাতীয় নাগরিক কমিটি রংপুরের সংগঠক আলমগীর নয়ন বলেন ,মুজিববাদ কায়েমের অপচেষ্টা করেছে রংপুর নেসকো কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তারা যে কাজটি করেছে এটি একটি ন্যাক্কারজনক কাজ। ২৪ এর বিপ্লবের সাথে সাংঘর্ষিক আচরণ করছে তারা। এই ঘটনায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।
এবিষয়ে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, আজকে আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা, জাতীয় নাগরিক কমিটির সদস্যরা এবং নেসকোর প্রধান প্রকৌশলীর সাথে প্রিপেইড মিটার স্থাপন বিষয়ে গ্রাহকদের যে অভিযোগ সে বিষয়ে একটি আলোচনার সভার আয়োজন করা হয়। সভার মধ্যে তারা যে তাদের নিজস্ব প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে এসেছিল সেখানে মুজিব শতবর্ষের লোগো প্রদর্শিত হয়। এরপরে জেলা প্রশাসন সহ যারা উপস্থিত ছিলেন সকলেই এটাই প্রতিবাদ করা হয়। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এই সভাটিকে পন্ড করার জন্য হয়তো উদ্দেশ্যে প্রণোদিতভাবে এটি করা হয়েছে। বিষয়টির জানিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়কে পত্র প্রেরণ করব ব্যবস্থা গ্রহণ করার জন্য।
দুঃখপ্রকাশ করে নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল বলেন, এটি অনাকাঙ্ক্ষিত, আমি এটির জন্য দুঃখ প্রকাশ করছি। এটি কিজন্য ঘটলো সেটি তদন্ত করে এ বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এসআই
আপনার মতামত লিখুন :