পাবনা: 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' শ্লোগানে নানা আয়োজনে পাবনার চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষাবিদ মো. ফসি উদ্দিন আহমেদ।
কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-৩ আসনের সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম।
সম্মানিত অতিথির বক্তব্য দেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী, থানার ওসি মঞ্জুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, বিশিষ্ট চিকিৎসক ডা. এম এ মজিদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানুজ্জামান সবুজ।
এর আগে ফুল দিয়ে অতিথিদের বরণ করেন কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ফুলের পাঁপড়ি ছিটিয়ে নবীন ছাত্রীদেরও বরণ করে নেওয়া হয়।
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কলেজ চত্বরে বিভিন্ন রকম দেশী পিঠার স্টল বসানো হয়। স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া আরটিভি বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা এবং ঈশ্বরদীর সঙ্গীত শিল্পী মিমের গান পরিবেশন করেন। শেষে ছিল গানের সুরে ফ্যাশান শো।
এআর
আপনার মতামত লিখুন :