খুলনায় ভ্যাটের হার কমানোসহ বিভিন্ন দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

  • খুলনা ব্যুরো  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৭:১৯ পিএম
খুলনায় ভ্যাটের হার কমানোসহ বিভিন্ন দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

খুলনা: ভ্যাটের হার ৩ শতাংশ করা, স্ট্রীট ফুডসহ সকল প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা, সম্পূরক শুল্ক নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার, দোকান ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী নগরীর শিববাড়ি মোড়ে এই মানববন্ধনের আয়োজক বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি খুলনা শাখা। এতে সভাতিত্ব করেন বাংলাদেশ রেস্তোর মালিক সমিতি খুলনা সভাপতি শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মহাসচিব ওমর ফারুক, যুগ্ম মহাসচিব জাহিদ আদর, কোষাধক্ষ্য রিয়াদ মোড়ল, সাধারণ সম্পাদক মামুন কবির, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমানসহ বিভিন্ন পটযর্ডায়ের নেতৃবৃন্দ। 

এসময় নেতারা বলেন, তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে আছে ভ্যাট আদায়ের নামে মামলা ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকা, ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের সঙ্গে সম্মানজনক আচরণ করা, রেস্তোরা খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, এই শিল্পকে সরকারি প্রণোদনার আওতায় আনা, সহজ শর্তে ঋণ প্রদান ইত্যাদি। 

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার পর থেকেই এমনিতে রেস্তোরা ব্যবসায় মন্দা যাচ্ছে। তার ওপর ভ্যাটের বর্ধিত হারসহ নানা নিয়মনীতি। সব মিলিয়ে অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছে। আগামীতে অনেকেই ব্যবসা থেকে সরে যাবে। এতে করে কর্ম হারাবে লাখ লাখ মানুষ।  

এআর

Link copied!