ধর্ষণ মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার, মিথ্যা দাবী করে এলাকাবাসীর মানববন্ধন 

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৭:১১ পিএম
ধর্ষণ মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার, মিথ্যা দাবী করে এলাকাবাসীর মানববন্ধন 

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই পরিবার ও এলাকাবাসীর দাবী, পরকীয়ায় বাঁধা দেয়ার কারনে মিথ্যা মামলা করেছে।  এর কিছু প্রমাণও মিলেছে। 

জানা গেছে, রোববার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপি অফিসে সালিসির কথা বলে উপস্থিত করে দুলাল গাজী ও তার ছেলে রিদয় গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে ওই মেয়েটির মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করলে বাবা ও ছেলেকে গ্রেপ্তার দেখান। দুলাল ও রিদয় পেশায় রাজমিস্ত্রি। 

এ ঘটনার পরদিন সোমবার (১৭ মার্চ) দুপুরে দক্ষিণ ভবানীপুর গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এক ব্যানারে মানববন্ধন করেন কয়েকশত নারী-পুরুষ। তারা মামলাটিকে মিথ্যা দাবী করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবী জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী হৃদয় গাজীর মা হাসিনা বেগম, চাচা হেলাল গাজী, দাদী জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান, এলাকাবাসী কাবুল চৌকিদার, মোঃ সোগির গাজী ও রাব্বি শেখসহ অনেকে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবী, তামান্না আক্তারের বাড়ীতে রাজমিস্ত্রীর কাজ করতে গেলে তার সঙ্গে হৃদয় গাজীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়েও করেন। কিন্তু দুই মাস পর তামান্না প্রতিবেশী এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা মিমাংসার চেষ্টা করলে ব্যার্থ হন। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হলে তিনি বাবার বাড়ি ফিরে যান।

ভুক্তভোগী হৃদয় গাজীর মা হাসিনা বেগম বলেন, সমস্যা মিমাংসার কথা বলে তামান্নার পরিবার লোকজন আমাকে এবং স্বামী ও একমাত্র পুত্রকে ঘোষেরহাট বাজারে বিএনপি অফিসে ডাকে। পরে আমরা সেখানে উপস্থিত হলে পুলিশ এসে থানায় নিয়ে যান। পরে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে জেল হাজতে দেন। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মারুফ হোসেন জানান, ওই মেয়েটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

আইএ

Link copied!