শ্রমিকদের পেটালেন যুবদল নেতা, যা বলছে জেলা কমিটি 

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৭:২৮ পিএম
শ্রমিকদের পেটালেন যুবদল নেতা, যা বলছে জেলা কমিটি 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যুবদল নেতা আনোয়ার সম্রাটের বিরুদ্ধে চাঁদা না পেয়ে বেড়িবাঁধ সংস্কার কাজে বাঁধা দিয়ে শ্রমিকদের পেটানোর ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে অভিযুক্ত ব্যক্তি যুবদলের কোন পদ পদবীতে নেই জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। 

সোমবার (১৭ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা যুবদল সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্রাটকে প্রায় ১০ বছর আগে ইউনিয়ন কমিটির সহ-সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে সিনিয়র নেতারা। 

এসময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহবায়ক ফজেয় আহমেদ ও সদস্য (দপ্তরের দায়িত্ব) আব্দুল আজিজ মিশু। 

জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ার সম্রাট বর্তমানে যুবদল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কোন অঙ্গ সংগঠনের দায়-দায়িত্ববান বা সমর্থকও নয়। সে একসময় যুবদল করতো। বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট আওয়ামী রাজনীতিতে যোগদান পূর্বক লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদল তাকে যুবদলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে। এই আনোয়ার সম্রাট যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তার ভিডিও, স্থিরচিত্র আপনাদের সম্মুখে প্রকাশ করা হয়েছে। ৫ আগস্টের পূর্বে সে ২০নং চররমনী মোহন ইউনিয়ন আওয়ামী লীগ সন্ত্রাসী আলমগীর মেম্বারের সহযোগী হিসাবে কাজ করত। আলমগীর মেম্বারের সকল সন্ত্রাসী কার্যক্রম এই আনোয়ার সম্রাটের মাধ্যমে পরিচালিত হতো। 

যুবদল নেতা সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত হওয়াসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গে প্রায় ১০ বছর আগে আনোয়ারকে যুবদল থেকে বহিস্কার করা হয়। তখন আমি সদর (পশ্চিম) উপজেলার দায়িত্বে ছিলাম। সম্রাট আমাদের দলের কেউ না। 

যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন বলেন, জেলা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সভাপতি মুহাম্মদ ইউনুস কিভাবে জেলা কমিটির বাহিরে গিয়ে কথা বলে। একজন বহিস্কৃত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আনোয়ারের পক্ষে কেন কথা বলেছে। তাকে এ ঘটনা শোকজ করা হবে। 

প্রসঙ্গত, শনিবার (১৫ মার্চ) সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের বেড়িবাঁধ সংস্কার কাজে বাধা দিয়ে আনোয়ার সম্রাট শ্রমিকদের পিটিয়ে আহত করে। সে নিজেকে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি দাবি করে। একই কমিটির সভাপতি মুহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করেছিলেন। ঘটনাটি জেলা যুবদলের নেতাদের দৃষ্টিগোচর হয়। এতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্রাট দলের কেউ নয় বলে জানায় সিনিয়র নেতারা। 

আইএ

Link copied!