লক্ষ্মীপুর: ক্ষতিকর রং-ক্যামিকেল দিয়ে মেয়াদহীন আইসক্রিম উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের পিটিআই মোড় এলাকায় রাকিব আইস ফ্যাক্টরির মালিক আমির হোসেনকে এ জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠান মালিক অঙ্গীকার করেছেন বৈধ কাগজপত্র ছাড়া কার্যক্রম বন্ধ রাখবে।
ভেজাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেনাবাহিনী ও আনসারের সহযোগীতায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক (অঃদাঃ) আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তী।
ভোক্তা অধিকার সূত্র জানায়, ভেজাল একটি আইসক্রিম ফ্যাক্টরিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। ফ্যাক্টরিতে অনুমোদনহীন বিভিন্ন ক্ষতিকর রঙ এবং ক্যামিকেল, বিভিন্ন নামে বেনামে ঠিকানা ব্যবহার করে তারা মেয়াদহীন আইসক্রিম উৎপাদন করে আসছে। অভিযানে সত্যতা পাওয়া গেছে। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকারের সহকারি পরিচালক (অঃদাঃ) আব্দুল্লাহ আল ইমরান বলেন, ফ্যাক্টরির মালিক অঙ্গীকার করেছেন বৈধ কাগজপত্র ছাড়া কার্যক্রম বন্ধ রাখবে। আমরাও একই নির্দেশনা দিয়েছি। ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এআর
আপনার মতামত লিখুন :