ভোলা: ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ওয়ার্ড এলাকার বাসিন্দা ইয়াছিনের মেয়ে তামান্না (১৩) ও মহিউদ্দিনের ছেলে তানজিল (৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অজান্তে তামান্না ও তানজিল বাড়ির পুকুর পাড়ে খেলা করতে যায়। এদিকে বাড়িতে দুই শিশুকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে ওই পুকুরের পানিতে নিথরাবস্থায় ভাসমান শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
ভোলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিআইও) খায়রুল কবির সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করে জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আইএ
আপনার মতামত লিখুন :