কুমিল্লা: কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাবেক শ্রম বিয়ষক সম্পাদক, ডাকসু’র সাবেক সদস্য ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোয়ন প্রত্যাশী ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন- গত ১৭ বছর খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মীকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে, দেশ ছাড়া হতে হয়েছে, বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ রক্ত, ত্যাগ-তীতিক্ষার বিনিময়ে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে আমরা ৫ আগস্টে বাংলাদেশের নতুন স্বাধীনতা পেয়েছি।
মনোহরগঞ্জ বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত স্বাগত মিছিল ও পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভুলে গেলে চলবে না; হাসিনা পতনের আন্দোলনকে সুসংগঠিত ও বেগবান করতে গিয়ে সারাদেশে জাতীয়তাবাদী শক্তির অনেক নেতাকর্মীকে শাহাদাৎ বরণ করতে হয়েছে, অনেক নেতাকর্মী মামলা নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পরে বাংলাদেশে নির্বাচনী যে হাওয়া বইছে, সর্বাগ্রে এ নির্বাচন দিতে হবে। যারা নির্বাচনকে ভিন্নখাতে প্রভাবিত করতে গিয়ে বিভিন্ন ভাষায় কথা বলছে, বিভিন্ন চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।
মিছিল ও পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদল নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ হোসেন, যুবদল নেতা মোহাম্মদ ইয়াসিন, জসিম উদ্দিন, ইব্রাহিম হোসেন বাবুল, শরিফ উদ্দিন, বিএনপি নেতা আবুল কালাম মেম্বার, মোহাম্মদ আলী, সৈয়দ আহমদ, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: নাসির উদ্দিন সোহেলসহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে মনোহরগঞ্জে ড. রশীদ আহমদ হোসাইনীর আগমনকে স্বাগতম জানিয়ে মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। পরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন ড. রশিদ আহমেদ হোসাইনী।
এআর
আপনার মতামত লিখুন :