পিরোজপুর: দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে পিরোজপুর পৌরসভায় সকাল ৮ থেকে ইভিএম এর মাধ্যমে শুরু হয়েছে ভোট গ্রহণ। পিরোজপুরে এই প্রথমবার ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে। তবে এ পৌরসভায় মেয়র এবং একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বীতায় নির্বাচিত হওয়ায় ৮টি সাধারণ কাউন্সিলর এবং ৩ টি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ভোট হচ্ছে।
এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বীতা করছেন। পিরোজপুর পৌরসভায় ২৬ টি ভোটকেন্দ্রে মোট ৪৫ হাজার ১৮৫ জন ভোটার সকাল ৮ টা থেকে ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রদান করবেন। তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচনে প্রতিদ্বী প্রার্থী এবং ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্টরা।
এদিকে ভোটারদের নির্বিঘ্ন ভোট প্রদান নিশ্চিত করতে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমরা প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ আনসার এবং র্যাব এর নিরাপত্তা নিশ্চিত করেছি। এছাড়াও আমাদের মোবাইল স্ট্রাকিং ফোর্স রয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডের জন্য একজন নির্বাহী ম্যাজিট্রেট রয়েছে এবং জুডিশিয়াল ম্যাজিট্রেট রয়েছে পর্যাপ্ত পরিমান নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো: হাবিবুর রহমান মালেক ও ২নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর আবু আল হোসেন সিকদার বিনা প্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সোনালীনিউজ/টিএস/এসআই
আপনার মতামত লিখুন :