পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল ৪৭ কেজির বাঘাইড়

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০২১, ০৬:৫১ পিএম
পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল ৪৭ কেজির বাঘাইড়

ছবি সংগৃহীত

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনার মোহনায় ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। রোববার (২০ জুন) ভোরে পাবনা জেলার তীরমনি এলাকার কালিদাস হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে মাছটি ৫৯ হাজার ১২৫ টাকায় বিক্রি হয়।

জানা যায়, শনিবার রাতে অন্য জেলেদের সাথে কালিদাস হালদার পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। সারারাত তেমন কোন মাছ ধরা না পড়লেও রোববার ভোরে তার জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ আটকা পড়ে। দীর্ঘ সময় ধরে দলবলসহ চেষ্টা করে মাছটি তিনি নৌকায় তোলেন।

পরে তিনি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. নুরু শেখের সাথে কথা বলে মাছটি ১২৫০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ১২৫ টাকায় আড়তে বিক্রি করেন। এ সময় বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখতে উৎসুক জনতা ফেরিঘাটের পল্টুনে ভিড় করে।

মাছ ব্যবসায়ী মো. নুরু শেখ জানান, জেলে কালিদাস হালদার সকাল ৮ টার দিকে মাছটি নিয়ে ঘাটে আসলে দরদাম করে সেটা কেনেন। পরে ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি পাঠান।

সোনালীনিউজ/টিআই

Link copied!