হু হু বাড়ছে করোনা, কুমিল্লায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ০১:৪৩ পিএম
হু হু বাড়ছে করোনা, কুমিল্লায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

ফাইল ছবি

কুমিল্লা : দেশে হু হু করে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না জেলার করোনা পরিস্থিতি। কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও নতুন করে মৃত্যু হয়েছে আরও ১০ জনের।

সোমবার (১২ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন সর্বোচ্চ আক্রান্তের এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১০৮২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১.৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১৭১ জনই কুমিল্লা নগরীর বাসিন্দা। জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৫৯ জন। জেলায় করোনায় মোট ৫৩৫ জনের মৃত্যু হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!