এবার সিলেটে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০৩:০২ পিএম
এবার সিলেটে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ছবি : সংগৃহীত

সিলেট : গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিভাগে মৃত্যুর নতুন রেকর্ড হলো। গত ১৮ জুলাই ১২ জন মারা গিয়েছিলেন; যা এতদিন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৫১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে বিভাগে করোনা শনাক্তের হার ৪২ শতাংশ।

সোমবার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এদিন বিভাগে মৃত ১৪ জনের মধ্যে ১০ জন সিলেট জেলার বাসিন্দা। এতে সিলেট জেলায় মৃত্যুর সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সিলেট জেলায় ৫০১ জনের মৃত্যু হলো। এদিন সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে একজন মারা গেছেন। এখন পর্যন্ত বিভাগে করোনায় ৬৩১ জনের মৃত্যু হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ২০৮ জন, সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ১৪৬ জন ও মৌলভীবাজারে ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৮৫ শতাংশ, সুনামগঞ্জে ৪৪ দশমিক ৫৮ শতাংশ, হবিগঞ্জে ৪৩ দশমিক ৭১ শতাংশ ও মৌলভীবাজারে ৩৫ দশমিক ৬৩ শতাংশ। 

এখন পর্যন্ত পুরো বিভাগে ৩৬ হাজার ২১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যার মধ্যে ২৮ হাজার ৮৪৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৭৯ জন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৬৩ জন।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!