মুন্সীগঞ্জে পদ্মার ভাঙ্গনে একরাতেই বিলিন ১০ ঘর

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০১:২১ পিএম
মুন্সীগঞ্জে পদ্মার ভাঙ্গনে একরাতেই বিলিন ১০ ঘর

প্রতিনিধি

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের মুল চর এলাকায় পদ্মা নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। পদ্মা নদীর তীব্র স্রোতে শুক্রবার রাতেই ভাঙ্গন দেখা দিলে দশটি ঘর বিলীন হয়ে যায়। 

গত কয়েকদিন ধরেই পদ্মা নদীর তীব্র স্রোতে অল্প অল্প ভাঙ্গন দেখা দেয়। কিন্তু গতকাল রাতে আবার পুনরায় ভাঙ্গন দেখা দিলে কিছু করার আগেই দশটি ঘর নদীতে বিলীন হয়ে যায়।

নদীর তীরবর্তী এলাকার ঘরবাড়ি এবং মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পদ্মার ঘর ভাড়া চন্দনা জানান গতকাল বলার আগেই আমার ঘর নদীতে চলে যায় কোন কিছু নিতে পারি নাই ।

দিঘীরপাড় ইউনিয়নের চেয়ারম্যান আরিফ ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই ভাঙ্গছে অল্প অল্প করে। কিন্তু গতকাল রাতে আবার ভাঙ্গন দেখা দেয়ায়। পদ্মা নদীর তীব্র স্রোতে বেড়ে যাওয়ায় এই ভাঙ্গন সৃষ্টি হয় তবে গতকাল রাতে দশটি ঘর গেছে তবে গত কয়েক দিনে এক মাসের মধ্যে বিলীন হয়ে যায় ৩০টির মত। ইতিমধ্যে এমপি মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। 

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!