নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরের বাংলাবাজার থেকে চার বস্তা ভিজিডি ও ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। শেখ ফরিদ সর্দারের দোকান থেকে এই চাল জব্দের ঘটনা ঘটে। এতে প্যানেল চেয়ারম্যানসহ দু’জনের নামে মামলা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না বাদী হয়ে রোববার (২২ আগস্ট) রাত ১০টায় ৫ নম্বর ওয়ার্ডের শেখ ফরিদ সর্দারের ছেলে জামাল উদ্দিন (৪২) ও মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরজাহানকে (৩৫) আসামি করে এই মামলা দায়ের করেন।
গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজারের জামাল উদ্দিনের দোকান থেকে ৩০ কেজি ওজনের তিন বস্তা ও ৫০ কেজি ওজনের এক বস্তা চাল জব্দ করা হয়। এই চাল ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নূরজাহান রেখেছেন বলে জানা যায়।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহিন বলেন, ‘উদ্ধারকৃত চার বস্তা চালের মধ্যে তিন বস্তা মহিলা মেম্বার নূরজাহানের এলাকার তিন জন সুবিধাভোগীর এবং এক বস্তা তার স্বামী শাহজাহানের নামে নেওয়া। এগুলো তিনি শেখ ফরিদ সর্দারের দোকানে রেখেছিলেন বলে জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান।’
সোনালীনিউজ/এসএন
আপনার মতামত লিখুন :