রামেকে একদিনে ১৪ জনের প্রাণহানি

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৯:৪৪ এএম
রামেকে একদিনে ১৪ জনের প্রাণহানি

ফাইল ছবি

রাজশাহী : গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন ও ১ জন করোনা নেগেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২১৮ জনের আর করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৮৪%। অন্যদিকে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ৯১তম দিনে মোট ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও করোনার সংক্রামণ ও মৃত্যু কমে আসায় রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি সংখ্যা কমেছে। তাই করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪১৮টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ১৬১ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!